বিজ্ঞাপন
আজ শনিবার সকালে সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের যৌথ সহযোগিতায় শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি পুনরায় কালীবাড়ি মন্দিরে গিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি এড. রাধাকান্ত সূত্রধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রসেজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. শেরেনুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায় এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিকসহ অন্যান্য উর্ধ্বতন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় ৫ হাজার বছর পূর্বে দ্বাপর যুগে এক বৈরী সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করার উদ্দেশ্যে নিরাকার ব্রহ্মবাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তাই আজকের এই শুভ দিনে, সকল ধর্মের মানুষকে একে অপরের পরিপূরক হয়ে আগামীর স্বনির্ভর বাংলাদেশ গঠনে অংশগ্রহণের আহবান জানানো হয়।
প্রতিবেদক - খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...