Logo Logo

বাবর-রিজওয়ানকে বাদ দিয়েই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের


Splash Image

ছবি: সংগৃহীত।।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে এশিয়া কাপ ও ট্রাই-সিরিজের জন্য ১৭ সদস্যের দল। তবে দলে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।


বিজ্ঞাপন


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন ট্রাই-সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে ঘোষণা করেছে ১৭ সদস্যের জাতীয় দল। তবে ঘোষিত স্কোয়াডে নেই পাকিস্তানের দুই তারকা ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান—যা ক্রিকেট মহলে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের ভরসাস্থল হিসেবে পরিচিত এ দুজনের ধারাবাহিক অনুপস্থিতি প্রশ্ন তুলছে, পিসিবি কি নতুন প্রজন্মকে সামনে আনতে চাইছে, নাকি ভেতরে ভেতরে চলছে ভিন্ন কোনো কৌশল?

আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজায় অনুষ্ঠিত হবে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে টি২০ ট্রাই-সিরিজ। এরপর ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আবুধাবি ও দুবাইয়ে গড়াবে মর্যাদাপূর্ণ এশিয়া কাপ ২০২৫। দুই আসরেই পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সালমান আলী আগা। স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকে। এছাড়া তরুণ প্রতিভাদের মধ্যে রয়েছেন সাইম আউব, খুশদিল শাহ ও হুসেইন তালাত।

দলের নতুন মুখ সালমান মির্জাকে নেওয়া হয়েছে সম্প্রতি বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে। তিনি সাতটি উইকেট নিয়েছিলেন অসাধারণ ইকোনমি রেটে। এ প্রসঙ্গে পাকিস্তানের হোয়াইট-বল হেড কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে জানান, “আমরা সালমান মির্জাকে রেখেছি তার বাংলাদেশ সফরের দুর্দান্ত বোলিংয়ের জন্য।” তবে বাবর ও রিজওয়ানকে বাদ দেওয়ার কারণ তিনি স্পষ্ট করে কিছু বলেননি। এর ফলে গুঞ্জন আরও জোরদার হয়েছে, আসলেই কি বোর্ড দীর্ঘমেয়াদে ভিন্ন কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে?

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...