বিজ্ঞাপন
নিহত মাওলানা আব্দুর রহমান দক্ষিণ বাঁশকান্দি ইউনিয়নের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রামের একটি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যাওয়ার সময় মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান আব্দুর রহমান। পথে গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে এটি একটি একক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...