Logo Logo

“আমাদের লক্ষ্য শুধু চ্যাম্পিয়ন হওয়া”- এশিয়া কাপ প্রসঙ্গে জাকের আলি অনিক


Splash Image

ছবি: সংগৃহীত।।

“এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে সংবাদ সম্মেলনে জাকের আলি অনিক জানালেন, এবারের আসরে শিরোপা জেতার ব্যাপারে পুরো দলই আত্মবিশ্বাসী। নেদারল্যান্ডস সিরিজ ও সাম্প্রতিক জয়গুলো টাইগারদের বাড়তি অনুপ্রেরণা দেবে।”


বিজ্ঞাপন


এশিয়া কাপ ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা। আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে জাকের আলি অনিক জানান, এবারের আসরে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। তাঁর ভাষায়, “আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমিসহ দলের সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।”

তবে ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে জাকের বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে নির্দিষ্ট কোনো টার্গেট স্থির করা তাঁর জন্য সহজ নয়। কারণ ব্যাটিং অর্ডার অনুযায়ী পরিস্থিতি ভিন্নভাবে আসে। তিনি ব্যাখ্যা করেন, “যদি পাঁচে ব্যাটিং করি, তাহলে বড় রান করার চেষ্টা থাকবে। কিন্তু যদি সাতে বা ছয়ে ব্যাটিং করি, তখন যত কম বলে যত রান করা যায়, সেটাই মূল লক্ষ্য থাকে। এর বাইরে বড় কোনো গোল সেট করা আমার জন্য সম্ভব নয়।”

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ নিয়েও মত দেন জাকের। তিনি বলেন, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচই গুরুত্ব সহকারে খেলা উচিত। “এটা একটা আন্তর্জাতিক সিরিজ। অবশ্যই প্রতিটি ম্যাচ জেতার জন্যই আমাদের যেতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেভাবে খেলি, সেটি প্রতিটি দলের বিপক্ষেই সমানভাবে প্রয়োগ করব।”

এর আগে টানা দুটি সিরিজ জয়ের কারণে দলটির মধ্যে বাড়তি আত্মবিশ্বাস তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানও জানিয়েছেন, এশিয়া কাপে বাংলাদেশ শিরোপা জিততে পারে এবং তিনি এ বিষয়ে শতভাগ আশাবাদী।

উল্লেখ্য, গত ২৬ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবারের আসরের সূচি প্রকাশ করে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। ৮টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...