ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
লিভারপুলের অ্যানফিল্ডে প্রায় বিদায়ের সঙ্কেত বাজতে শুরু করেছিল মোহামেদ সালাহর জন্য। তবে নাটকীয়ভাবে নতুন চুক্তি করে দলেই থেকে যান মিশরীয় এই ফরোয়ার্ড। সেই আস্থার প্রতিদান দিতে গিয়ে গত মৌসুমে তিনি একাই লিভারপুলের ভাগ্য পাল্টে দেন। ২৯ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও ১৮ গোল। সব মিলিয়ে লিভারপুলকে এনে দেন কাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগ শিরোপা। আর ব্যক্তিগতভাবে জিতে নিলেন ইংল্যান্ডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার— প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়।
ম্যানচেস্টারে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে সালাহ তৃতীয়বারের মতো এই সম্মাননা হাতে নেন। এর মাধ্যমে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি ও গ্যারেথ বেলের মতো কিংবদন্তিদের ছাড়িয়ে গেলেন, যারা সর্বোচ্চ দুইবার করে এই পুরস্কার জিতেছিলেন। এর আগে সালাহ ২০১৮ ও ২০২২ সালে বর্ষসেরার স্বীকৃতি পেয়েছিলেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি মিশর থেকে এসে আজ ইতিহাস গড়তে পেরেছি। এ অর্জন আমাকে গর্বিত করেছে।”
এবারের বর্ষসেরা একাদশেও আধিপত্য বিস্তার করেছে লিভারপুল। কোচ আর্নে স্লটের দল থেকে জায়গা পেয়েছেন সালাহ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ। ২০১৭ সালের পর এবারই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় নির্বাচিত হননি এই একাদশে। গত মৌসুমে সিটির হতাশাজনক পারফরম্যান্স তারই প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...