Logo Logo

ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার


Splash Image

ছবি: সংগৃহীত।।

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে আম্পায়ারিংয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।


বিজ্ঞাপন


এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পুরো সিরিজটি। বুধবার ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ছয়টায়।

প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল। চমক হিসেবে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকছেন সাথিরা জাকির জেসি। তিনি বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার যিনি ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর আগে নারী ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে তার।

দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। সেদিন মাঠের আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর ইসলাম। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সাথিরা জাকির জেসি আর চতুর্থ আম্পায়ার থাকবেন মোর্শেদ আলী খান।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর। এই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন সাথিরা জাকির জেসি।

পুরো সিরিজেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন নিয়ামুর রশিদ রাহুল। এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যেখানে নারী আম্পায়ারের অংশগ্রহণ ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...