Logo Logo
খেলা

অ্যাস্টন ভিলা ছাড়ার ইঙ্গিত এমি মার্টিনেজের!


ভোরের বাণী

Splash Image

ছবি: সংগৃহীত

টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে এগিয়ে অ্যাস্টন ভিলা। তবে আলোচনায় গোলরক্ষক এমি মার্টিনেজ, যিনি ম্যাচ শেষে ইঙ্গিত দিয়েছেন সম্ভাব্য বিদায়ের। জেনে নিন তার ভবিষ্যৎ ও ক্লাবের পরিকল্পনা।


বিজ্ঞাপন


টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলের দুর্দান্ত জয়ের মাধ্যমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসরে জায়গা করে নেওয়ার স্বপ্ন আরও জোরালো করেছে অ্যাস্টন ভিলা। তবে মাঠের ফলাফলের চেয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন ক্লাবটির অভিজ্ঞ আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

প্রিমিয়ার লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে ভিলা পার্কের দর্শকদের উদ্দেশ্যে আবেগঘন অভিবাদন জানান মার্টিনেজ। অশ্রুসিক্ত চোখে হাত নেড়ে দর্শকদের সাড়া দেওয়া তার আচরণ ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন—অ্যাস্টন ভিলার হয়ে এটিই কি ছিল মার্টিনেজের শেষ ম্যাচ?

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, মার্টিনেজের ক্লাব ছাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও ২০২৪ সালে তিনি অ্যাস্টন ভিলার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন, তবে নিজ অবস্থান থেকে সরে যাওয়ার বিষয়ে ভাবছেন তিনি।

টিওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে বলা হয়েছে, মার্টিনেজ ইতোমধ্যে সৌদি আরব থেকে একটি মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছেন। পাশাপাশি ইউরোপের দুটি বড় ক্লাব থেকেও তার প্রতি আগ্রহ দেখানো হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রস্তাবের আর্থিক মূল্য কিংবা বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি। তবে সূত্র নিশ্চিত করেছে, মার্টিনেজ এখনই সৌদি লিগে পাড়ি জমাচ্ছেন না। কারণ ৩২ বছর বয়সী এই তারকার ক্যারিয়ারে এখনও অনেক কিছু বাকি।

বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক এরই মধ্যে দুটি ইয়াসিন ট্রফি ও ২০২২ সালে ফিফার বর্ষসেরা গোলরক্ষকের খেতাব জিতেছেন। ফলে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তুলনামূলক দুর্বল কোনো লিগে পাড়ি জমানোর সম্ভাবনা কম বলেই মনে করছে অনেক বিশ্লেষক। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলার প্রস্তুতির কথা বিবেচনায় নিলে, মার্টিনেজ ইউরোপের শীর্ষ পর্যায়ে থেকেই খেলে যেতে চাইবেন।

ম্যাচ শেষে মার্টিনেজের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি বলেন, "এটা আমরা ভবিষ্যতে দেখতে পাব। অবশ্যই এটি ছিল এই মৌসুমে আমাদের ঘরের মাঠে শেষ ম্যাচ, এবং আমি জানি না এরপর কী ঘটবে। আমরা দল এবং এখানে থাকা খেলোয়াড়দের ভবিষ্যৎ কী হয়, সবাই মিলে দেখব। তবে সে মাঠে তার সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছে।"

আরও পড়ুন

তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান