বিজ্ঞাপন
সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক আমজাদ হোসেন পিএসসির সদস্য হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করবেন অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন।
নিয়োগ পাওয়ার পর তিনি রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে আসন্ন রাকসু নির্বাচনের জন্য নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের প্রয়োজন দেখা দিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন সম্পন্ন করতে দ্রুত নতুন কমিশনার নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে, কিছু ছাত্রনেতা আকস্মিক এ পরিবর্তনে নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন।
অধ্যাপক আমজাদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। দায়িত্ব পালনকালে তিনি রাকসু নির্বাচনের প্রস্তুতি তদারক করছিলেন। নতুন পদে যোগ দেওয়ার পর এখন পিএসসির সদস্য হিসেবে সরকারি চাকরিজীবী নিয়োগ কার্যক্রমে যুক্ত হবেন তিনি।
-মো তৌহিদুজ্জামান নাঈম
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...