Logo Logo

আবারো আসছে লঘুচাপ, থাকবে ভারী বৃষ্টি

দেশজুড়ে টানা বৃষ্টি: কারণ কী, আর ক’দিন চলবে?


Splash Image

ছবি : সংগৃহিত

সারাদেশে বৃষ্টি হচ্ছে এবং আরও কিছুদিন তা চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও হালকা, কোথাও মাঝারি আবার কোথাও কোথাও ভারী বর্ষণ হচ্ছে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এই বৃষ্টির পেছনে রয়েছে সক্রিয় মৌসুমি বায়ু ও দুটি লঘুচাপের প্রভাব।


বিজ্ঞাপন


রোববার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বর্তমানে একটি লঘুচাপ অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়। এছাড়া আগামীকাল সোমবার (২৫ আগস্ট) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে বাংলাদেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি বেশ প্রবল অবস্থায় বিরাজ করছে। এসব কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়েছে। এই অবস্থায় বৃষ্টিপাত আরও কিছুদিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে তারা।

গত ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার (২৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ২৫ আগস্ট সন্ধ্যা পর্যন্ত) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় একই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে এ সময়ে সারাদেশের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।

২৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই সময়ের মধ্যে দেশের দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।

ঢাকা ও আশপাশের এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...