বিজ্ঞাপন
রবিবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. পর্যাপ্ত বাজেট বরাদ্দ
২. বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি
৩. অবকাঠামোগত উন্নয়ন
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা সড়কে বসে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা বলেন—
“ভিসি গেলো ভিসি এলো, উন্নয়নের কি হলো”
“এই মুহূর্তে দরকার, ববি সংস্কার”
“ওয়ান টু থ্রী ফোর, ইনজাস্টিস নো মোর”
“ইউজিসি তুই জবাব দে, উন্নয়নে বাধা কোথায়, ইন্টারিম তুই জবাব দে, উন্নয়নে বাধা কোথায়”
শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার ১৪ বছর পার হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ক্লাসরুম ও আবাসনের সংকট, জরাজীর্ণ পরিবহন ব্যবস্থা এবং সংকীর্ণ আয়তনের কারণে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীরা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হচ্ছেন।
তাদের দাবি, অবিলম্বে অবকাঠামোগত উন্নয়নসহ ঘোষিত তিন দফা বাস্তবায়ন ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনের বিকল্প নেই।
অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
প্রায় এক ঘণ্টা অবরোধ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় যদি তাদের সাথে যোগাযোগ না করে এবং দাবি মেনে না নেয়, তবে তারা দক্ষিণবঙ্গ ব্লকেডসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
প্রতিবেদক - মোঃ আশিকুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...