Logo Logo

ওভার নিয়ে বিরোধের জেরে পাকিস্তানে ক্রিকেট মাঠে দুই ভাই খুন


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


পাকিস্তানের গুজরাটে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচকে ঘিরে ভয়াবহ ঘটনা ঘটেছে। ওভার না দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন দুই ভাই। গুরুতর আহত হয়েছেন তাদের মামাও।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে জানায়, প্রায় এক সপ্তাহ আগে গুজরাটের মেহসম এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় মাঠে ক্রিকেট ম্যাচ চলাকালে ওভার দেওয়ার বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড় আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে মাঠেই নিহত হন দলের অধিনায়ক। এ সময় তার ভাই ও মামা গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর মারা যান নিহত অধিনায়কের ভাইও। বর্তমানে মামা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে জড়িত অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা এমন মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...