Logo Logo

পঞ্চগড়ে শিক্ষক নিয়োগে অনিয়ম, কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি


Splash Image

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ মাধ্যমিক বিজনেস ম্যানেজমেন্ট ও কারিগরি কলেজের অধ্যক্ষ একরামুল হকের বিরুদ্ধে ব্যাক ডেট দেখিয়ে শিক্ষক ও কর্মচারী অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ ও অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৪ আগস্ট) দুপুর বেলায় এলাকাবাসীর আয়োজনে উপজেলার শালবাহান বাজারে সড়কের পাশে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ওই কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি ও তৎকালীন নিয়োগ বোর্ডের সদস্য মোঃ মাসুদ আলী, তিরনইহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক আমান, তিরনইহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সেকান্দার আলী, জাবেদুর রহমান জাবেদ ও সোহরাব আলী, আইনুল হক প্রমূখ।

জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর শালবাহান উচ্চ মাধ্যমিক বিএম কলেজের অধ্যক্ষ নিয়োগ কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পর একজন প্রভাষক ও একজন আয়াকে নিয়োগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। জালজালিয়াতি করে উক্ত প্রভাষকের নামে সরকারি অংশের টাকা (এমপিওভুক্ত) হলে এলাকাবাসী ঘঠনাটি জানার পর অধ্যক্ষের নিকট জানতে গেলে তিনি জানান প্রভাষক ও একজন আয়াকে যথাযথ প্রক্রিয়ায় আগেই নিয়োগ দেয়া হয়েছিল।

এদিকে ওই কলেজের সাবেক সভাপতি ও তৎকালীন নিয়োগ কমিটির সদস্য মাসুদ আলীর স্বাক্ষর জাল করে নিয়োগটি দেওয়া হয়েছে মানববন্ধনে অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। এছাড়া তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও ডিজির প্রতিনিধি সহ অন্যান্য নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করার অভিযোগও উঠেছে ওই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। কলেজে নিয়োগ বাণিজ্য করে ত্রিশ লাখ টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে অধ্যক্ষের শাস্তি ও অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধন শেষে বক্তারা অবিলম্বে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর অধ্যক্ষ একরামুল হকের অপসারণ দাবিসহ আইনগত ব্যবস্থার জন্য তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...