Logo Logo

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য মাইলফলক


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসরে রোববার এক স্বপ্নময় রাত কাটালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে সমানভাবে দ্যুতি ছড়িয়ে গড়েছেন একাধিক ইতিহাস। এদিন তিনি ছুঁয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক। একইসঙ্গে প্রথম ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের অনন্য ডাবল রেকর্ড গড়েছেন।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে সাকিব বল হাতে ছিলেন দুর্দান্ত। মাত্র ২ ওভারে ১১ রান খরচায় তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। বোলিংয়ের পর ব্যাট হাতেও দেখান কার্যকারিতা। রান তাড়ায় নেমে ১৮ বলে করেন ২৫ রান। তার এই অলরাউন্ড নৈপুণ্যে সহজ জয় পায় তার দল। ম্যাচসেরা নির্বাচিত হন সাকিব, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার স্বীকৃতি।

এতে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছুঁয়ে ফেলেছেন সাকিব। রাসেল যেখানে ৫৬৪ ম্যাচ খেলে ৪৪ বার ম্যাচসেরা হয়েছেন, সেখানে সাকিব এই কীর্তি গড়েছেন মাত্র ৪৫৭ ম্যাচে। ফলে রেকর্ড গড়ার ক্ষেত্রে তিনি এগিয়ে আছেন স্পষ্টভাবেই।

টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ৬০ বার ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। এরপর আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৪৮ বার), ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (৪৭ বার) ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (৪৫ বার)। এ তালিকায় সাকিব এখন পঞ্চম, তবে সামনেই হেলস, পোলার্ড ও ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার।

যদিও গেইলের ৬০ বারের ম্যাচসেরা হওয়ার রেকর্ড ভাঙা কঠিনই হবে, তবুও সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্স প্রমাণ করছে তিনি এখনো বিশ্ব ক্রিকেটে সমানভাবে কার্যকর। বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের জন্য সিপিএলের রোববার রাত তাই হয়ে রইল স্বপ্নের মতো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...