Logo Logo

তৌহিদ আফ্রিদিকে নিয়ে সহকর্মী তানভীর রাহীর বিস্ফোরক মন্তব্য


Splash Image

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর তার অতীত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। এক বিশেষ সাক্ষাৎকারে রাহী আফ্রিদিকে ‘ভয়ংকর’ আখ্যা দিয়ে ইউটিউব ইন্ডাস্ট্রিতে তার প্রভাব, ব্যক্তিজীবন ও আচরণের নানা অজানা দিক প্রকাশ করেন।


বিজ্ঞাপন


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে রাহী বলেন, “ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ। ক্যামেরার বাইরে সে ভয়ংকর একজন লোক। ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়।”

রাহী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আফ্রিদির রাগের শিকার হয়েছিলেন তিনি নিজেও। “রাগ উঠলে সে বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পেটাতো,” অভিযোগ করেন তিনি।

পুরনো স্মৃতি টেনে রাহী বলেন, “যখন ওর মনে হতো কেউ তার বিরুদ্ধে কাজ করছে, তখন ফোন করতো, ক্ষমতা দেখাতো। আন্দোলনের দুই-তিন মাস পর এক রাতে আমাকে ভিডিও কল দেয়। ভয় পেয়ে যাই। পরে বলে, তোর সঙ্গে একজনের কথা বলাবো—সে শিগগিরই দেশের বড় মাপের কেউ হবে। এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়। পরে বলে, বুঝছিস আমার অবস্থানটা? সাবধানে থাকিস।”

তিনি আরও যোগ করেন, ৫ আগস্টের পরও দেশে ভালোই ছিলেন আফ্রিদি। “আমরাও চাইছিলাম সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। কিন্তু তা হয়নি।”

আফ্রিদির চরিত্র প্রসঙ্গে রাহী বলেন, “তার মনুষ্যত্ব নেই, শুধু প্রতিশোধের চিন্তা। কারে কারে ধরবেন, কারে কারে মারবেন—এই চিন্তাই তার মাথায়। আল্লাহ কখনও এমন মানুষকে ছাড় দেন না।”

এর আগে রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তিনি ১১ নম্বর আসামি। সোমবার আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।

মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া মামলার ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট রাজধানীতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...