বিজ্ঞাপন
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগও করেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী আব্দুর রহমান হাওলাদার মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ইব্রাহিম মোল্লার সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে স্থানীয়ভাবে ২২ বার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
আব্দুর রহমান অভিযোগ করেন, সম্প্রতি তাদের বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ইব্রাহিম মোল্লা ও তার সহযোগীরা রাতের আঁধারে বালু ফেলে দখলের চেষ্টা করে। এ সময় তিনি ও তার স্ত্রী বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকির মুখে পড়েন।
তিনি আরও জানান, তাদের ছেলে প্রবাসে থাকায় এবং তারা স্বামী-স্ত্রী একাই বসবাস করায় প্রতিপক্ষ তাদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। এ অবস্থায় তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনি সহায়তা কামনা করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, আব্দুর রহমান হাওলাদার ও তার স্ত্রী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের আঁধারে জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির ঘটনায় তারা আতঙ্কের মধ্যে আছেন। এলাকাবাসীর আশঙ্কা, এ বিরোধকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিষয়টি জানতে একাধিকবার ইব্রাহিম মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় শিবচর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...