বিজ্ঞাপন
একই ভেন্যুতে বাকি দুটি ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দেশের বাহিরে অবস্থান করা প্রবাসীরা ফ্রিতে দেখতে পারবেন ইউটিউবে।
বাংলাদেশে সিরিজটির সম্প্রচার অধিকার পেয়েছে টি স্পোর্টস—টিভিতে ম্যাচগুলো দেখানো হবে তাদের মাধ্যমেই। পাশাপাশি নাগরিক টিভিতেও সম্প্রচার থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের জন্য রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘ট্যাপম্যাড’; ভারতে বসে ম্যাচগুলো দেখা যাবে ফ্যান কোডে।
এছাড়া দেশের বাহিরা থাকা প্রবাসীরা বিনামূল্যে খেলা দেখতে পারবেন ইউটিউব লাইভের মাধ্যমে। দেশীয় স্পোর্টস চ্যানেল "টি স্পোর্টস" তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বাংলাদেশ–নেদারল্যান্ডস তিন ম্যাচের টি২০ সিরিজ সরাসরি সম্প্রচার করবে।
ভারতের নির্ধারিত সফর স্থগিত হওয়ায় সূচির ফাঁকা সময়ে এই সিরিজটি জুড়ে দেওয়া হয়েছে। ফলে এশিয়া কাপের আগে নিজেদের সমন্বয় ও কম্বিনেশন যাচাইয়ের ভালো সুযোগ পাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে, ২০২৬ টি২০ বিশ্বকাপ (ভারত–শ্রীলঙ্কা) সামনে রেখে এ কন্ডিশনে খেলে প্রস্তুতি নেওয়ার লক্ষ্য ডাচদেরও।
এবারই প্রথমবারের মতো নেদারল্যান্ডস পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে—সিলেটের উইকেট, শিশির ও স্পিন সহায়ক কন্ডিশনে মানিয়ে নেওয়াই তাদের বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্য সিরিজটি এশিয়া কাপের দল চূড়ান্ত করার আগে শেষ পরীক্ষা বলেই ধরা হচ্ছে।
কোথায় দেখবেন খেলা
টিভি (বাংলাদেশ): টি স্পোর্টস, নাগরিক টিভি।
অনলাইন (বাংলাদেশ/পাকিস্তানসহ): Tapmad অ্যাপ/ওয়েব
ভারত: FanCode অ্যাপ/ওয়েব।
ইউটিউব : টি স্পোর্টস (ফ্রী)
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...