বিজ্ঞাপন
শনিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া, নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস এবং বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের চারটি বাস পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ হারায়। এর মধ্যে দুটি বাস সড়কের ডিভাইডারে আছড়ে পড়ে এবং অপর দুটি পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে চারজন, যাদের মধ্যে চালকও রয়েছেন, গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা সামান্য আঘাতপ্রাপ্ত হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে প্রথমে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। এরপরই বাকি তিনটি বাস দুর্ঘটনায় পড়ে। আহতদের মধ্যে কেউ মাথায়, কেউ হাত-পায়ে আঘাত পেয়েছেন। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. সবুজ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেউ গুরুতর আহত নন।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...