Logo Logo

ফের রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রক্টরসহ আহত ১৫


Splash Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় ফের উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রক্টরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকার কাছে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর তিন দিক থেকে আক্রমণ চালানো হয়। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলায় লিপ্ত হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয়দের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুঁড়তেও দেখা যায়।

এর আগে শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাটে প্রবেশ করতে চাইলে বাসার দারোয়ান তাকে মারধর করে। তবে আশপাশের শিক্ষার্থীরা এগিয়ে আসলে দারোয়ান পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, যা থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

অভিযোগ রয়েছে, ঘটনার জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয় বাসিন্দারা। শনিবার দিবাগত রাত ১২টার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় উত্তেজনা চরমে পৌঁছায়। এ সময় বহু শিক্ষার্থীকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।

রোববার সকাল থেকে পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। আহত শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...