Logo Logo

বরগুনায় সাংবাদিকদের জন্য “ক্লাইমেট ফাইন্যান্স ইন্টিগ্রিটি” প্রশিক্ষণ অনুষ্ঠিত


Splash Image

বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে রবিবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত “বাংলাদেশে তৃণমূল জনগণের অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ—এসসিজিজিপি প্রকল্পের আওতায় সাংবাদিকদের জন্য দিনব্যাপী “ক্লাইমেট ফাইন্যান্স ও ইন্টিগ্রিটি” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


ওয়েব ফাউন্ডেশন এই প্রশিক্ষণের আয়োজন করে, যা গ্রীন একান্টিবিটি ওয়েলফেয়ার এবং ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের সহায়তায় পরিচালিত হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠানে বরগুনা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের মাধ্যমে জলবায়ু সুশাসন ও ক্লাইমেট ফাইন্যান্সের উৎস, ব্যয়, অনিয়ম ও জবাবদিহিতা সঠিকভাবে জনগণের কাছে উপস্থাপন করা। প্রশিক্ষণে বাজেট বিশ্লেষণ, অনিয়ম ও ঝুঁকি চিহ্নিতকরণ, সরকারি রিপোর্টের ওপর ভিত্তি করে স্থানীয় জনগণের মতামত সংগ্রহ, বাজেট বনাম বাস্তব কাজের পার্থক্য নিরূপণ এবং সাংবাদিকদের ফাইন্যান্স মনিটরিং কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।

ওয়েব ফাউন্ডেশনের বরগুনা সদরের প্রকল্প কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এবং কমিউনিটি মোবিলাইজেশন অফিসার মনিরুল ইসলাম ফ্যাসিলিটেটর হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন।

প্রকল্পের কর্ম এলাকা হলো বরগুনা জেলার সদর উপজেলার আটটি ইউনিয়ন, বেতাগী উপজেলার আটটি ইউনিয়ন, এবং পটুয়াখালী জেলার সদর ও কলাপাড়া উপজেলার মোট ১৬টি ইউনিয়ন। প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি, নাগরিক সমাজের সক্রিয় সামাজিক নিরীক্ষা, স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু সুশাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ওয়েব ফাউন্ডেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি সেবা প্রদান, জলবায়ু কার্যক্রম বাস্তবায়ন, দুর্যোগ প্রস্তুতি, প্রশমন, জরুরি ব্যবস্থা ও পুনর্বাসন কর্মসূচি আরও দায়িত্বশীল ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...