Logo Logo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি


Splash Image

ছবি : সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে রেলগেট পর্যন্ত এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার দুপুর ২টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই ধারা জারি করেন। নির্দেশ অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে আগামীকাল ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এলাকার সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত এবং আগ্নেয়াস্ত্র বা দেশী অস্ত্র বহনসহ পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এই জটিল পরিস্থিতি তৈরি হয়, যখন শনিবার রাতের পর রোববার দুপুর ১২টার পর আবারও শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অনেকে আহত হন।

সংঘর্ষের সূত্রপাত হয় দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে। শিক্ষার্থী রাত সাড়ে ১১টায় বাসায় ঢুকতে গেলে দারোয়ানের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। পরে দারোয়ান তাকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে কয়েকজন শিক্ষার্থী দারোয়ানকে ধরে প্রতিকার চেয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রতিবেশীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে জড়ো হন, অন্যদিকে শিক্ষার্থীরাও চবির সোহরাওয়ার্দী হলের মসজিদের মাইকে সংঘর্ষে জড়ান। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

চবি মেডিকেলের চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান জানান, আহত শিক্ষার্থীদের মধ্যে অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছেন, যাতে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আরও সংঘর্ষ প্রতিরোধ করা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...