বাবার হাতে আইডি কার্ড পড়লেন সাংবাদিক তারিকুল
বিজ্ঞাপন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নবনিযুক্ত তরুণ সাংবাদিক তারিকুল ইসলাম আবেগঘন মুহূর্তে বাবার হাতে দৈনিক ইনকিলাবের ফিতাসহ আইডি কার্ড পড়ে দায়িত্ব গ্রহণ করেছেন।
জানা যায়, ২৯ আগস্ট শুক্রবার বিকেলে সুন্দরবন কুরিয়ার থেকে দৈনিক ইনকিলাবের আইডি কার্ড হাতে পান তারিকুল ইসলাম। পরের দিন সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বের হওয়ার আগে তিনি বাবার হাতেই পড়েন ইনকিলাবের ফিতাসহ কার্ডটি।
সাংবাদিক তারিকুল ইসলাম বলেন,
“আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে একাধিক প্রশিক্ষণ নিয়েছি। ধীরে ধীরে পথচলা শেষে আজ জাতীয় দৈনিক ইনকিলাবে কাজের সুযোগ পেয়ে প্রথমেই পঞ্চগড় জেলা প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি সম্পাদক ও ইনকিলাব পরিবারের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
তারিকুল ইসলামের বাবা বলেন,
“আমার পাঁচ ছেলের একজন ঢাকায় অ্যাডভোকেট হিসেবে কাজ করছে, আরেকজন বান্দরবানে চাকরি করছে। তারিকুল ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি সাংবাদিকতাও করেছে। চাকরি করার সময়ও সাংবাদিকতার সঙ্গেই থেকেছে। এখন সে এটিকে পেশা হিসেবে ধরে রেখেছে। এর পাশাপাশি সার্ভেয়ার ও বাড়ির ডিজাইনের কাজ করছে। একজন পিতা হিসেবে আমি তার সার্বিক সাফল্য কামনা করি।”
তিনি আরও সকলের সহযোগিতা কামনা করেন যাতে ছেলে নিরপেক্ষভাবে সাংবাদিকতার দায়িত্ব পালন করতে পারেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...