Logo Logo

নাইজেরিয়ায় নৌকাডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু


Splash Image

ছবি : সংগৃহীত।

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আরও কিছু যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ঘটেছে। নৌকাটি মালালে জেলার টুংগান সুলে শহর থেকে যাত্রা শুরু করে কাইনজি জলাধারে অবস্থিত ডুগা শহরের দিকে যাচ্ছিল।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনএসইএমএ) বুধবার জানিয়েছে, গাউসাওয়া সম্প্রদায়ের কাছে নৌকাটি একটি ডুবন্ত গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। স্থানীয় সংবাদপত্র ডেইলি ট্রাস্টকে সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহন এবং গাছের গুঁড়ির সঙ্গে সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

সংস্থার মহাপরিচালক এবং বরগু স্থানীয় সরকারের চেয়ারম্যান আবদুল্লাহি বাবা আরা বলেন, "উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ চলছে।"

এনএসইএমএ আরও জানিয়েছে, নৌকাটিতে নারী ও শিশুদের উপস্থিতি ছিল। তারা ডুগা শহরে একটি শোকসভায় যোগ দিতে যাচ্ছিল।

উদ্ধারকাজ ও তদন্ত চলমান থাকায় নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...