মনোহরদীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বিএনপি নেতার হুঁশিয়ারি
বিজ্ঞাপন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, “জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে, মানুষের পক্ষে কাজ করেছে। জনগণের সুখ-সমৃদ্ধি ও স্বপ্ন বাস্তবায়নেই কাজ করেছে বিএনপি।”
বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদী অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, “আমরা আর চাই না ফ্যাসিস্ট হাসিনার কোনো অপশক্তি ভিন্ন নামে নির্বাচন বানচাল করে মানুষের ভোটাধিকার কেড়ে নিক। এ ধরনের অপশক্তির বিরুদ্ধে রাজপথে মোকাবিলা ও লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি ঘোষণা দেন, “আগামী দিনের বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের বাংলাদেশ, দেশনায়ক তারেক রহমানের সমৃদ্ধির বাংলাদেশ এবং ছাত্র-জনতার বৈষম্যহীন সমাজ গড়ার বাংলাদেশ।”
তারেক রহমানকে ‘মডার্ন ফিলোসোফার’ আখ্যা দিয়ে জুয়েল বলেন, তিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন, পরিকল্পনা করেন এবং বাস্তবায়নের উপায়ও জানেন। এজন্য রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা রূপরেখা আগামী দিনের রাষ্ট্র গঠনে মূল ভুমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মিয়া। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এ.কে.এম বাছেদ মোল্লা ভুট্টো, জেলা বিএনপির সদস্য জাকারিয়া আল মামুন, মাহমুদুল হক, ডা. আব্দুর রেহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান প্রধান, আকরাম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফি উদ্দিন আকন্দ করুণ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু প্রমুখ।
অনুষ্ঠানে মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্টের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...