Logo Logo

সাইকেল দুর্ঘটনায় কলারবোন ডেঙ্গে হাসপাতালে পিএসজি কোচ


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে সাইক্লিংয়ে অংশ নেওয়ার সময় মারাত্মক দুর্ঘটনায় পড়েছেন। এতে তার কলারবোন বা কাঁধের হাড় ভেঙে গেছে বলে ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে। এ কারণে এই অভিজ্ঞ কোচকে অস্ত্রোপচারের (সার্জারি) মধ্য দিয়ে যেতে হবে। শুক্রবার দুর্ঘটনার পর তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। শনিবার ক্লাব এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, এনরিকের দ্রুত আরোগ্য কামনা করছে পিএসজি এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

বর্তমানে আন্তর্জাতিক বিরতি চলায় জাতীয় দলগুলো বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলছে। ফলে অবসর সময়ে হয়তো সাইক্লিংয়ে বের হয়েছিলেন ৫৫ বছর বয়সী এনরিকে। আগামী ১৪ সেপ্টেম্বর লিগ ওয়ানে লেন্সের মুখোমুখি হবে পিএসজি। তিনদিন পরই চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা রক্ষার অভিযানে আতালান্তার বিপক্ষে মাঠে নামবে দলটি। তাই এর আগেই কিছুটা সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবেন এনরিকে।

গত মৌসুমেই এনরিকে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেন। তার অধীনে ক্লাবটি দুইটি লিগ শিরোপা, দুইটি ফ্রেঞ্চ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। সম্প্রতি তারা উয়েফা সুপার কাপেও জয় পেয়েছে টটেনহ্যামের বিপক্ষে। চলতি মৌসুমে লিগ ওয়ানে টানা তিনটি জয় পেয়েছে পিএসজি। গত ৩০ আগস্ট তালাউসকে ৬-৩ গোলে হারানোর সময়ও দলের ডাগআউটে ছিলেন এনরিকে। এছাড়া জুলাইয়ে তার কোচিংয়েই ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফরাসি জায়ান্টরা।

এই দুর্ঘটনায় এনরিকের মাঠের বাইরে থাকা দলের জন্য বড় ধাক্কা হলেও, ক্লাবের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে তাকে। এখন তার দ্রুত সেরে ওঠাই পিএসজি সমর্থক ও কর্তৃপক্ষের প্রধান প্রত্যাশা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...