Logo Logo

নেপালে অবরুদ্ধ জামালরা


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


নেপালে চলমান সরকারবিরোধী বিক্ষোভের কারণে স্থগিত হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন সেশন।

স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচকে সামনে রেখে সোমবার বিকেল ৩টায় দশরথ স্টেডিয়ামে দলের অনুশীলনের কথা ছিল। তবে হঠাৎ করেই স্টেডিয়ামের আশপাশ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে খেলোয়াড়দের হোটেল থেকে বের হতে দেওয়া হয়নি। ফলে অনুশীলন বাতিল করতে বাধ্য হয় বাংলাদেশ দল।

বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত আজকের অনুশীলন সেশন আপাতত স্থগিত রাখা হয়েছে এবং নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, খেলোয়াড়রা অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হোটেল লবিতে এসে জানানো হয় বাইরে যাওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, দুই দলের প্রথম প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা মঙ্গলবার। প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনও নিরাপত্তাজনিত কারণে হোটেলেই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...