Logo Logo

এশিয়া কাপে নজর থাকবে যেসব তরুণের ওপর


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর। এবারের আসরটি টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে, যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন বেশ কয়েকজন তরুণ ব্যাটসম্যান। বয়স ২৫ বছরের মধ্যে থাকা এই ক্রিকেটাররা নিজেদের প্রতিভা দিয়ে আলো ছড়াতে প্রস্তুত। তাদের মধ্যে কয়েকজন ব্যাটসম্যানের দিকে থাকবে বাড়তি নজর।

পারভেজ হোসেন ইমন (বাংলাদেশ):

বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন ব্যাট হাতে ভীষণ আক্রমণাত্মক। ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটিং ঝড় একাধিকবার আলোচনায় এসেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ব্যাটসম্যান ইতোমধ্যেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। পাওয়ার প্লেতে শট খেলার ক্ষমতা এবং লং শট খেলায় দক্ষতা তাকে বাংলাদেশ দলের সম্ভাবনাময় খেলোয়াড়ে পরিণত করেছে। এশিয়া কাপের মতো বড় মঞ্চে প্রথমবার সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার ক্ষুধা তার ভেতরে প্রবল।

অভিষেক শর্মা (ভারত):

ভারতের তরুণ প্রতিভা অভিষেক শর্মা আইপিএল মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন আগেই। বাঁহাতি এই ওপেনার তার আক্রমণাত্মক শট খেলা এবং সাহসী ব্যাটিং স্টাইলের জন্য সমাদৃত। স্পিনারদের বিপক্ষে ব্যাটিংয়ে তিনি দারুণ পারদর্শী। ভারতীয় দলে তার অন্তর্ভুক্তি ভবিষ্যতের বিনিয়োগ হিসেবেই দেখা হচ্ছে। অভিষেকের হাতে ব্যাট জমলে এশিয়া কাপে ভারতীয় দলের জন্য হতে পারে বড় অস্ত্র।

হাসান নেওয়াজ (পাকিস্তান):

পাকিস্তানের তরুণ সেনসেশন হাসান নেওয়াজ দ্রুত ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যান ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক রান করেছেন। তার ব্যাটিং টেকনিকের সঙ্গে রয়েছে মারমুখী মানসিকতা। পাওয়ার হিটার হিসেবে পরিচিত হাসান শুরুর দিকে দলকে এগিয়ে নিতে পারেন। পাকিস্তানের ব্যাটিং লাইনআপে নতুন রঙ আনতে তিনি প্রস্তুত।

সেদিকউল্লাহ আতাল (আফগানিস্তান):

আফগানিস্তানের তরুণ ওপেনার সেদিকউল্লাহ আতালকে অনেকে রশিদ খান–নবী প্রজন্মের নতুন প্রতিনিধি বলছেন। তার ব্যাটিং স্টাইল স্বতঃস্ফূর্ত ও নির্ভীক। ডানহাতি এই ব্যাটসম্যানকে টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হচ্ছে। এশিয়া কাপে তার অভিষেক আফগানিস্তান দলের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। তার হাত থেকে বড় ইনিংসের প্রত্যাশা করছেন সমর্থকেরা।

এশিয়া কাপ সবসময়ই তরুণদের জন্য নিজেকে প্রমাণের বড় মঞ্চ। পারভেজ হোসেন, অভিষেক শর্মা, হাসান নেওয়াজ, সেদিকউল্লাহ আতাল ও কামিল মিশারার মতো তারুণ্যে ভরপুর ব্যাটসম্যানরা এবারের আসরে আলো ছড়ানোর অপেক্ষায়। তাদের ব্যাট থেকে আসতে পারে টুর্নামেন্টের চমকপ্রদ কিছু ইনিংস, যা বদলে দিতে পারে ম্যাচের গতিপথ এবং নতুন করে জন্ম দিতে পারে ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...