বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে নতুন চমক: সভাপতি মেহেদী, সম্পাদক আরমান
বিজ্ঞাপন
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বিইউসিসি) ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী আরেফিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন। নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রাসেল বিশ্বাস।
মোট ১৭টি বিভাগে ৫০ জন শিক্ষার্থীকে দায়িত্ব প্রদান করে গঠিত হয়েছে এই কার্যনির্বাহী কমিটি। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (BUCC) শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানা গেছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন,
"বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের বর্তমান প্রেক্ষাপটে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন আমার জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি এটি গৌরবেরও বিষয়। আমি বিশ্বাস করি, নতুন কমিটির প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে কাজ করবে। আমাদের লক্ষ্য হবে সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিকে আরও সহজ ও ফলপ্রসূ করে তোলা।"
সভাপতি মেহেদী আরেফিন বলেন,
"বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব মূলত শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা তৈরি ও দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যাতে উচ্চশিক্ষা ও চাকরির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। নতুন কমিটি শিক্ষার্থীদের কল্যাণে বাস্তবমুখী ও অর্থবহ উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে আমরা চাই BUCC যেন বিশ্ববিদ্যালয়ের অর্জনের খাতাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও নেটওয়ার্কিং প্রোগ্রামের আয়োজন করে আসছে।
-বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...