Logo Logo

অগ্নিগর্ভ নেপাল, ঢাকায় ফিরতে পারছেন না জামাল ভূইয়ারা


Splash Image

ছবি : সংগৃহীত।

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে দেশে ফেরার কথা থাকলেও আটকে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যাত্রা।


বিজ্ঞাপন


আজ (মঙ্গলবার) বিকেল তিনটায় কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দলের দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ছাত্র-জনতার বিক্ষোভ, গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

বেলা পৌনে তিনটার দিকে বাফুফের মিডিয়া বিভাগ আনুষ্ঠানিকভাবে জানায়— “বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।”

দলের ম্যানেজার আমের খান কাঠমান্ডু থেকে জানিয়েছেন, পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা হোটেল থেকে বিমানবন্দরে যাননি। তার ভাষ্য— “আমরা ঝুঁকি নিয়ে বিমানবন্দর যাইনি। নেপাল আমাদের স্কট (নিরাপত্তা) দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দিতে পারেনি। এখন আবার হোটেলে রুম নেওয়া হয়েছে। শুনেছি এয়ারপোর্ট অবরুদ্ধ। নতুন করে টিকিট করাও এখন অনিশ্চয়তা কারণ এখানে পরিস্থিতি বেশ উত্তপ্ত।”

বাংলাদেশ দলের হোটেলের আশপাশেও গোলাগুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে ফুটবলাররা আপাতত নিরাপদেই অবস্থান করছেন। হোটেলের সামনে এখনো বড় কোনো সমস্যা তৈরি হয়নি বলে নিশ্চিত করেছেন আমের খান।

উল্লেখ্য, টানা দুই দিনের বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারাদেশে সহিংস বিক্ষোভ চলতে থাকে। উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা চালায়। সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাদের বাসভবনসহ ওলি সরকারের বেশ কয়েকজন শীর্ষ নেতার কার্যালয়ও হামলার শিকার হয়।

রাজনৈতিক অস্থিরতার কারণে কাঠমান্ডুর জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। এতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...