ছবি- সংগৃহীত
বিজ্ঞাপন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন পায়নি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনের দায়িত্ব পালনে সহায়তার জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাবটি অনুমোদিত হয়নি।
এ সময় কর্মসংস্থান প্রসঙ্গে অর্থ উপদেষ্টা আরও জানান, জাপানে এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে জাপানি ভাষায় দক্ষতা থাকলে চাকরির সুযোগ পাওয়া যাবে। পাশাপাশি বিশেষ কোনো দক্ষতা থাকলে তা অগ্রাধিকার পাবে।
ব্যাংক খাত সংস্কার নিয়েও কথা বলেন তিনি। ড. সালেহউদ্দিন জানান, বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ২২টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার আলোচনাও চলছে। তবে এসব পদক্ষেপের কারণে আমানতকারীরা কোনো ঝুঁকির মুখে পড়বেন না বলে আশ্বস্ত করেন তিনি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...