ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে সরিয়ে দিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের দীর্ঘদিনের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভাকে। প্রায় এক যুগ ধরে মিরপুরের পিচ তৈরির দায়িত্বে থাকা এই শ্রীলঙ্কান বিশেষজ্ঞকে ঘিরে বারবার প্রশ্ন উঠেছে, বিশেষ করে ধীরগতির উইকেটের কারণে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সমালোচনা চলছিল বহুদিন ধরেই। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে মানহীন উইকেট তৈরির দায়ে সরাসরি সমালোচিত হন তিনি। পাকিস্তানের কোচ ও অধিনায়ক সংবাদ সম্মেলনেই মিরপুরের উইকেট নিয়ে অভিযোগ তোলেন, যা বিসিবিকে নড়েচড়ে বসতে বাধ্য করে।
২০০৯-১০ মৌসুম থেকে বিসিবির হয়ে কাজ শুরু করেছিলেন গামিনি। গত ১৫ বছরে তিনি দেশের প্রধান ভেন্যু মিরপুরের পিচ কিউরেটরের দায়িত্ব সামলালেও মানসম্মত উইকেট না তৈরি করায় তার কাজের ধরন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে বিসিবিকে। অবশেষে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, গামিনিকে সরিয়ে রাজশাহী স্টেডিয়ামে বদলি করা হবে। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবারই তিনি সেখানে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
এদিকে মিরপুরের উইকেটের গুণগত মান উন্নত করতে বিসিবি সম্প্রতি টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার পিচ বিশেষজ্ঞ টনি হেমিংকে। দায়িত্ব নিয়েই হেমিং মাঠে নেমেছেন এবং বর্তমানে মিরপুরের উইকেটের সম্পূর্ণ দেখভাল করছেন। শুধু তাই নয়, তিনি স্থানীয় কিউরেটরদেরও আধুনিক পিচ প্রস্তুতির কৌশল শেখাচ্ছেন। বিসিবির আশা, তার তত্ত্বাবধানে মিরপুরে আন্তর্জাতিক মানের খেলার উপযোগী উইকেট তৈরি সম্ভব হবে।
এই পরিবর্তনকে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘদিনের সমালোচনার জবাবে বিসিবি এবার বাস্তব পদক্ষেপ নিয়েছে, যা দেশের ক্রিকেট কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...