বিজ্ঞাপন
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে সিলেটে এসেছেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা)।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তিনি সিলেটে এসে পৌঁছান। রাতেই তিনি নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার (সম্প্রতি এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সিলেটে বদলির আগে আবদুল কুদ্দুছ চৌধুরী খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর কমান্ড্যান্ট ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, সদ্যবিদায়ী এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) বুধবার রাতেই সিলেট ছাড়বেন। তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হয়েছেন। সেখানে তাঁকে এন্টি টেররিজম ইউনিটের দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রতিনিধি- এ কে আজাদ, সিলেট
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...