Logo Logo

নদী ভাঙন রক্ষায় ফেলা জিও ব্যাগ ছিঁড়ে ফেলার অভিযোগ, স্থানীয়দের বিক্ষোভ


Splash Image

নোয়াখালীর হাতিয়ায় সি-ট্রাক মাস্টারের বিরুদ্ধে নদী ভাঙন প্রতিরোধে ফেলা জিও ব্যাগ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। পরে বৈঠকে দুঃখ প্রকাশ করে ক্ষতিপূরণের আশ্বাস দেন অভিযুক্ত মাস্টার।


বিজ্ঞাপন


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সি-ট্রাক মাস্টার আফজাল হোসেনের বিরুদ্ধে বয়ার চরে নদীর তীর রক্ষায় ফেলা বালিভর্তি জিও ব্যাগ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারীরা অভিযুক্ত মাস্টারের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা জানান, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকারিভাবে মেঘনা নদীর তীরে নদী ভাঙন রোধে বালিভর্তি জিও ব্যাগ ফেলা হয়। নৌ চলাচলের সময় এসব ব্যাগ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নদীতে খুঁটি ও নিশানা পতাকা দেওয়া হয়েছিল।

তবে এস.টি. সৈবাল সি-ট্রাক চালক আফজাল হোসেন ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে দুই দফায় মোট ১২টি জিও ব্যাগ ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে ব্যাগের ভেতরের বালি জোয়ারের সঙ্গে সরে যাচ্ছে। একই সঙ্গে সি-ট্রাকের ধাক্কায় দুটি লগি ও একটি মাছ ধরার নৌকাও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা এ বিষয়ে বৈঠকে বসার প্রস্তাব দিলে অভিযুক্ত মাস্টার তা এড়িয়ে যান বলে অভিযোগ ওঠে। পরে রাতে চেয়ারম্যান ঘাটে বৈঠক বসে। সেখানে আফজাল মাস্টার জিও ব্যাগ ছেঁড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আরও সতর্ক থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জিও ব্যাগ ও লগি-নিশানা নিজ দায়িত্বে পুনঃস্থাপনের আশ্বাস দিলে বিষয়টির সুরাহা হয়।

এ বিষয়ে বক্তব্য নিতে একাধিকবার ফোন করা হলেও আফজাল মাস্টার তা রিসিভ করেননি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...