Logo Logo

ভারত–পাকিস্তান ম্যাচ বাতিলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


ভারতের সুপ্রিম কোর্টে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করেছেন চার আইন শিক্ষার্থী। তাঁদের নেতৃত্বে রয়েছেন উর্বশী জৈন। পিটিশনে বলা হয়, কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর মতো ঘটনার পর এত দ্রুত দুই দেশের ক্রিকেট ম্যাচ আয়োজন জাতীয় মর্যাদা ক্ষুণ্ন করে এবং শহীদ সৈন্যদের আত্মত্যাগকে উপেক্ষা করে। পিটিশনকারীরা আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন, ক্রিকেট কখনোই সৈন্যদের আত্মদান, নাগরিকদের জীবন ও জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না। একই সঙ্গে তাঁরা ভবিষ্যতের জন্য ‘ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট ২০২৫’ দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। যদিও আদালত জরুরি ভিত্তিতে শুনানির জন্য রাজি হয়নি। আগামী রোববার দুবাইয়ে গ্রুপপর্বে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের।

এশিয়া কাপে ভারত ইতোমধ্যে শক্তিশালী সূচনা করেছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে। প্রতিপক্ষকে মাত্র ৫৭ রানে অলআউট করার পথে কুলদীপ যাদব নিয়েছেন ৭ রানে ৪ উইকেট। এ ম্যাচ জয় ভারতের শিবিরে আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে পাকিস্তানের বিপক্ষে খেলা ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। এর আগে সাবেক ক্রিকেটার হরভজন সিং ও কেদার যাদব ম্যাচ বর্জনের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ভারতীয় দলের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

অন্যদিকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বহুজাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের তৈরি নীতিমালার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো দল অংশ না নিলে সংশ্লিষ্ট ফেডারেশন শাস্তির মুখে পড়তে পারে, যা তরুণ খেলোয়াড়দের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করবে। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন সম্ভব নয়। এশিয়া কাপ আয়োজনের দায়িত্বভার ভারতের হলেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী এবারের টুর্নামেন্ট টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...