ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামার আগে লিটন দাস বলেছিলেন, ছক্কা মারার চেষ্টার চেয়ে স্মার্ট ক্রিকেটে মনোযোগী হতে চান তিনি। সেই কথার বাস্তবায়ন দেখা গেল হংকংয়ের বিপক্ষে গতকালের ম্যাচে। জয়ের খুব কাছে আসার আগে পর্যন্ত তিনি বড় শটের চেষ্টা করেননি। ব্যক্তিগত ৪২ রানে পৌঁছে যখন বাংলাদেশ দলের জয়ের জন্য আর মাত্র ২০ রান দরকার, তখনই ইয়াসিন মুর্তজার বলে মিড উইকেট দিয়ে স্লগ সুইপ করেন লিটন। সেই শটটি ছক্কায় রূপ নিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কার রাজা বনে গেলেন তিনি।
১১১তম ম্যাচে নামার আগে লিটনের ছক্কার সংখ্যা ছিল ৭৭, সমান মাহমুদউল্লাহর সঙ্গে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহর রেকর্ডকে এদিন এককভাবে নিজের করে নিলেন লিটন, তাও আবার ২১ ইনিংস কম খেলে। এভাবে তিনি শুধু ছক্কার তালিকার শীর্ষেই নন, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রেকর্ডও নিজের দখলে রেখেছেন। ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির মালিক লিটন। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলে তিনি প্রমাণ করেছেন যে, দেশের হয়ে ন্যূনতম ৮০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে তাঁর স্ট্রাইক রেট (১২৬.২৩) সবচেয়ে বেশি।
এখন লিটনের চোখ দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডে। বর্তমানে ১২৭ ইনিংসে ২৫৫১ রান নিয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান। তবে হংকংয়ের বিপক্ষে ৩৯ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস খেলে লিটনের রান দাঁড়িয়েছে ২৪৯৬। অর্থাৎ মাত্র ৫৬ রান দূরে তিনি সাকিবকে ছাড়িয়ে যাবেন। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এটি কেবল সময়ের অপেক্ষা। সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই লিটন করেছেন ফিফটি (৫৪*, ১৮*, ৭৩, ৫৯), যা তাঁর ধারাবাহিকতাকে স্পষ্ট করে।
এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে লিটন দাস শুধু ব্যক্তিগত রেকর্ডই সমৃদ্ধ করবেন না, বরং বাংলাদেশ দলকেও এশিয়া কাপে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবেন—এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...