Logo Logo

‘মুখ আছে, যা ইচ্ছে বলতে পারে’- আশ্বিনকে নিয়ে তানজিম সাকিব


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল। ক্রিকেটাররা বারবারই জানিয়েছেন, তাঁরা নিজেদের সামর্থ্যে ভরসা রাখেন এবং লক্ষ্যপূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে বাস্তবতা বেশ কঠিন—কারণ অনেকেই বাংলাদেশের সম্ভাবনায় আস্থা রাখছেন না, বরং নানা টিকা-টিপ্পনী ছুড়ে দিচ্ছেন। ভারতের সাবেক তারকা রবীচন্দ্রন অশ্বিন পর্যন্ত বলেছেন, বাংলাদেশ দল নিয়ে বলার মতো তেমন কিছুই পাচ্ছেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সমর্থকেরা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও খেলোয়াড়েরা বিষয়টিকে তেমন পাত্তা দিচ্ছেন না।

হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। আবুধাবিতে ৭ উইকেটের জয় দিয়ে আসর শুরু করে লিটন দাসের দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে পেসার তানজিম হাসান জানান, বাইরের কথাবার্তা তাঁদের ভাবাচ্ছে না। অশ্বিনের মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কেউ কী বলল, তা নিয়ে মাথা ঘামানোর সুযোগ নেই। খেলোয়াড়দের দায়িত্ব হলো মাঠে পারফর্ম করা, আর সেটা করার জন্যই তাঁরা এসেছেন।

বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের ম্যাচে উত্তেজনার পারদ বেড়েছে সমর্থকদের কারণে। তবে তানজিম মনে করেন, খেলোয়াড় হিসেবে আবেগ নয়, বরং পেশাদারিত্বই মাঠে মুখ্য। তিনি বলেন, সমর্থকেরা আবেগপ্রবণ হতেই পারেন, কিন্তু ক্রিকেটারদের কাজ হলো প্রক্রিয়া মেনে খেলা এবং লক্ষ্য অর্জনের চেষ্টা করা।

হংকংয়ের বিপক্ষে ২১ রানে ২ উইকেট নেওয়া এই পেসার আরও জানান, চ্যাম্পিয়ন হওয়ার পথটা সহজ নয়, তবে তাঁরা নিজেদের লক্ষ্যে অটল থেকে লড়াই চালিয়ে যাবেন। বড় দল কিংবা ছোট দল—কারো সঙ্গে তুলনা না করেই বাংলাদেশ দল সেরাটা খেলতে দৃঢ় প্রতিজ্ঞ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...