Logo Logo

মাইলফলকের সামনে তাসকিন


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দোরগোড়ায় পৌঁছে গেছেন। এখন তার দরকার মাত্র চারটি উইকেট। এমন এক রোমাঞ্চকর মুহূর্তে এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে এর আগে মাত্র দুইজন বোলার টি-টোয়েন্টিতে শতাধিক উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন। স্পিনার সাকিব আল হাসান ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে দেশের সর্বোচ্চ শিকারি। তার ঠিক পরেই আছেন মুস্তাফিজুর রহমান। ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট নিয়ে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।

তাসকিন আহমেদ ২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক করেন। অভিষেকেই তিনি বল হাতে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন। এরপর থেকে নিয়মিতভাবে বাংলাদেশ বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। এতদিনে ৭৯ ম্যাচের ৭৭ ইনিংসে ২৭৬.৩ ওভার বল করে সংগ্রহ করেছেন ৯৬ উইকেট।

তার ক্যারিয়ারের সেরা বোলিং এসেছে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে। মাত্র ২ ওভারে ১৬ রানে তুলে নেন ৪ উইকেট। এখন পর্যন্ত তার বোলিং গড় ২১.৮৭ এবং ইকোনমি রেট ৭.৫৯। এমন পরিসংখ্যান নিয়ে তাসকিন যখন শত উইকেট শিকারের দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন তার চোখ থাকবে আসন্ন ম্যাচেই—যেখানে সুযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...