ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
এশিয়া কাপের এবারের আসরে শনিবারের ম্যাচটিকে বলা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’-এর সবচেয়ে বড় আকর্ষণ। বাংলাদেশ ও শ্রীলঙ্কা—দুই দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হচ্ছে এমন এক লড়াইয়ে, যেখানে জয় মানেই সুপার ফোরে জায়গা পাওয়ার বড় পদক্ষেপ। অন্যদিকে হারের ফলে কঠিন হয়ে উঠতে পারে পরবর্তী পর্ব নিশ্চিত করা।
প্রথম ম্যাচেই বাংলাদেশ দেখিয়েছে তাদের দাপট। আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বে দল পেয়েছে এক পূর্ণাঙ্গ জয়। পেসারদের ধারালো বোলিংয়ের শুরুতে প্রতিপক্ষ চাপে পড়ে যায়, আর ব্যাট হাতে ওপেনাররা ছিলেন যথেষ্ট পরিণত ও আত্মবিশ্বাসী। সব মিলিয়ে টাইগারদের জয়ে সমর্থকদের মনোবল বেড়েছে বহুগুণ।
তবে আগামী ম্যাচে একাদশে তেমন কোনো পরিবর্তন আসবে না বলেই ধারণা করা হচ্ছে। যদিও হংকং ম্যাচে তাওহীদ হৃদয় কিছুটা ধীর গতির ব্যাটিং করেছেন, তারপরও তাকে আরেকটি সুযোগ দেওয়া হবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। একইভাবে, রিশাদ হোসেন ব্যাট হাতে শেষদিকে দ্রুত রান তুলতে পারার দক্ষতার কারণে বোলিংয়ে কিছুটা খরুচে হলেও তার ওপর ভরসা রাখার সম্ভাবনাই বেশি।
সব দিক বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে—পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচে তাই বাংলাদেশ দলকে লড়তে হবে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...