Logo Logo

পাচার হওয়া অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার : অ্যাটর্নি জেনারেল


Splash Image

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল’স (বিইউপি) আয়োজিত ন্যাশনাল ল ফেস্ট ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বৃহস্পতিবার সকালেই উপস্থিত হয়ে দেশের বর্তমান অর্থনৈতিক ও শিক্ষাগত পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।


বিজ্ঞাপন


রোববার (১৪ সেপ্টেম্বর) মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত এই উৎসবে তিনি বলেন, “বিগত সরকারের সময় পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা চলছে। আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী লুটেরা শাসনকালে দেশ থেকে প্রতিবছর প্রায় ১৯ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, যা তিনটি জাতীয় বাজেটের সমান।”

এছাড়া, অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে সতর্ক করে বলেন, “বার কাউন্সিল পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁসের সুযোগ নেই। এই পরীক্ষা কার্যক্রম স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হচ্ছে।”

উৎসব আয়োজকেরা জানান, এই ফেস্টের মূল লক্ষ্য ছিল বিইউপি ছাত্র-ছাত্রীদের পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে পারদর্শিতা বৃদ্ধি, আইন চর্চা, নীতিনির্ধারণ, পাবলিক স্পিকিং এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক উন্নয়ন।

উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী এবং ৫০ জন বিশিষ্ট বিচারক অংশগ্রহণ করেন। এতে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি বিচারবিভাগীয় ও শিক্ষামূলক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...