Logo Logo

আবারও ভারতীয় বোর্ডের সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) আবারও নেতৃত্বে পাচ্ছে সৌরভ গাঙ্গুলিকে। আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিএবির নির্বাচন। তার আগে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সৌরভ ও তার প্যানেল প্রার্থিতা জমা দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিরোধীরা এবার নির্বাচনে অংশ নিচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি।

আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সিএবির প্রতিনিধিত্বও করবেন সৌরভ। ইতিমধ্যেই সব রাজ্যসংস্থা তাদের প্রতিনিধির নাম জমা দিয়েছে বোর্ডে। সিএবি পাঠিয়েছে সৌরভের নাম। তাই শুক্রবার থেকেই অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে বাংলার ক্রিকেটের দায়িত্ব আবারও গাঙ্গুলির হাতেই যাচ্ছে।

যদিও সৌরভের সভাপতি হওয়া প্রায় নিশ্চিত, তবে তার প্যানেল নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে সচিব পদে কে আসছেন তা নিয়ে চলছে আলোচনা। দুইজনের নাম শোনা যাচ্ছে—সঞ্জয় দাস এবং বাবলু কোলে। বাবলু আগে সিএবির সচিব ছিলেন, তাই অনেকের মতে তিনিই সচিব হওয়ার যোগ্য প্রার্থী। অন্যদিকে সঞ্জয় দাসকে কোষাধ্যক্ষ বা যুগ্ম সচিবের পদে দেখা যেতে পারে।

জাতীয় ক্রীড়া আইন এখনো কার্যকর হয়নি, তাই লোধা কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচন করছে সিএবি। সেই নিয়মে সৌরভ প্রায় এক বছর সময় পাবেন সভাপতির দায়িত্ব পালনের জন্য। সবকিছু মিলিয়ে আবারও বাংলার ক্রিকেটের নেতৃত্বে ফিরছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক ও ক্রিকেট প্রশাসক সৌরভ গাঙ্গুলি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...