বিজ্ঞাপন
প্রশ্ন এসেছে—পানি সংগ্রহ করে বিভিন্ন মেশিনের মাধ্যমে ফিল্টার করে পরিষ্কার করে বোতল বা ড্রামে ভরে বিক্রি করা বৈধ হবে কি না।
এ বিষয়ে আলেমদের মতামত তুলে ধরে মুফতি অকিল উদ্দিন যশোরী বলেছেন, পানি সংগ্রহ করে তা ফিল্টার করে সংরক্ষণ করার পর বিক্রি করা বৈধ। কারণ, ব্যক্তি যখন পানি সংগ্রহ করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, তখন তা তার অধিকারে আসে। এরপর সে তা বিক্রি করতে পারে।
এ সম্পর্কে ইসলামী ফিকহের গ্রন্থে বলা হয়েছে—
“যখন কেউ কূপ বা নদী থেকে পানি সংগ্রহ করে তা কলস বা অন্য কোনো পাত্রে রাখে, তখন সেটি তার নিয়ন্ত্রণে আসে এবং সে এর মালিক হয়ে যায়। সেক্ষেত্রে বিক্রি করা জায়েজ হয়। একইভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করলেও তা ব্যক্তিগত মালিকানায় আসে এবং বিক্রি করা বৈধ হয়।”
(আল-ফাতাওয়াল হিন্দিয়া, খণ্ড ৩, পৃষ্ঠা ১২২)
অতএব, শরিয়তের দৃষ্টিতে মেশিনে ফিল্টার করে পানি বিশুদ্ধ করা এবং বোতলজাত করে বাজারে বিক্রি করা বৈধ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...