ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে শুরু থেকেই ছিল তীব্র উত্তেজনা। তবে খেলা মাঠে গড়ানোর পর প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল অনেকটা অনায়াসেই জয় নিশ্চিত করে। কিন্তু ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের সৌজন্য বিনিময় না হওয়াটা তৈরি করেছে নতুন বিতর্ক। পাকিস্তানের অধিনায়ক আঘা সালমান ও তার সতীর্থরা করমর্দনের উদ্যোগ নিলেও ভারতীয় ক্রিকেটাররা তা এড়িয়ে দ্রুত ড্রেসিংরুমে চলে যান। জয়লাভের পর সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিংরুমে প্রবেশ করেন এবং পরে ভারতীয় দলের কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে অভিযোগ জানিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা আনুষ্ঠানিকভাবে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেটারদের আচরণ খেলোয়াড়সুলভ মানসিকতার পরিপন্থী এবং বিষয়টি পিসিবি ভালোভাবে নিচ্ছে না। যদিও পিসিবির পক্ষ থেকে প্রকাশ্যে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
তবে গুঞ্জন আছে যে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট নাকি আগেই উভয় দলকে করমর্দন থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিলেন। যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে ম্যাচ রেফারির প্রতিবেদনে কোনো নেতিবাচক মন্তব্য থাকবে না। কারণ মাঠের কোনো বিতর্কিত ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ম্যাচ রেফারির রিপোর্টকেই প্রাধান্য দেওয়া হয়। এই অবস্থায় ভারত-পাকিস্তান ম্যাচের জয়-পরাজয়ের চেয়ে ম্যাচ-পরবর্তী এই আচরণই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...