Logo Logo

নীলফামারীতে ইসলামী আন্দোলনের তিন দফা দাবিতে গণসমাবেশ মঙ্গলবার


Splash Image

নীলফামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে তিন দফা দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন


দলীয় সূত্রে জানা গেছে, দাবিগুলোর মধ্যে রয়েছে—পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং খুনিদের দৃশ্যমান বিচার। ইতোমধ্যেই জেলা শাখার নেতাকর্মীরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান আসাদ সোমবার (১৫ সেপ্টেম্বর) দৈনিক ভোরের বাণীকে জানান, আগামীকালকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম।

সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী এবং সঞ্চালনা করবেন জেলা সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব।

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...