Logo Logo

ফার্মগেটে ভিক্ষা করছেন ‘অ্যালেন স্বপন’, দিন শেষে পেলেন ৫০০ টাকা


Splash Image

শুটিংয়ে ভিক্ষা চাওয়ার একটি দৃশ্যে অভিনেতা নাসির উদ্দিন খান। ছবি: সংগৃহীত

অভিনেতা নাসির উদ্দিন খান চরিত্র বৈচিত্র্যের জন্য ইতোমধ্যে দর্শকের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন। কখনো গ্যাংস্টার, কখনো সিরিয়াল কিলার কিংবা স্থানীয় প্রভাবশালী ব্যক্তির চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার।


বিজ্ঞাপন


বিশেষ করে ওটিটিতে তার অভিনীত ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এবার সেই ‘অ্যালেন স্বপন’ চরিত্রেই নতুন এক অভিজ্ঞতায় যুক্ত হলেন নাসির—ভিক্ষুকের ভূমিকায় নেমে সত্যি সত্যিই হাতে তুলেছেন ৫০০ টাকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসির উদ্দিন খান জানান, বাজেট সীমিত থাকায় ঢাকার ফার্মগেটে লুকানো ক্যামেরায় ওয়েব সিরিজ ‘নয়া নোট’-এর শুটিং করা হয়। চরিত্রের প্রয়োজনে তাকে ভিক্ষুকের সাজে জনসমাগম এলাকায় ঘোরাঘুরি করতে বলা হয়েছিল। পরিচালক অনন্য প্রতীক চৌধুরীর নেতৃত্বে শুটিং টিম দূরে অবস্থান করছিলেন। নাসির বলেন, “প্রথম দিনের শুটিংয়ে আমার গেটআপ চরিত্রের কাছাকাছি ছিল। আমাকে পাঠিয়ে দেওয়া হলো ভিক্ষা করতে। মানুষের কাছে গিয়ে ভিক্ষা চাইতে থাকলাম।”

মজার বিষয় হলো, দর্শকেরা তাকে সত্যিকারের ভিক্ষুক ভেবে অনেকে টাকা দিতে শুরু করেন। নাসিরের ভাষ্যে, “প্রথম দৃশ্যেই একবার ঘুরে এসে দেখি অনেকগুলো টাকা জমেছে। পরে প্রোডাকশনের ছেলেকে গুনতে দিই। দেখা যায়, পাঁচ শত টাকার মতো পেয়েছি। তখন মনে হলো, বাহ্‌ ভালো লাভ তো! কম পরিশ্রমে, কম সময়ে ভিক্ষা করে তাহলে ভালো টাকা পাওয়া যায়, এটা ভাবছিলাম।”

তবে এ অভিজ্ঞতা কেবল আনন্দের ছিল না। নাসির মনে করেন, ভিক্ষা করা সহজ মনে হলেও এর মধ্যে রয়েছে আত্মসম্মান হারানোর কষ্ট। “চাইলে মানুষ মূল্যবোধ বিকিয়ে করতে পারে, কিন্তু বেশির ভাগ মানুষ এর সঙ্গে জড়িত নয়। কারণ, এখানে অসম্মানের ব্যাপার রয়েছে। আরেকজনের কাছে হাত পাততে হয়,” বলেন তিনি।

পরিচালক অনন্য প্রতীক চৌধুরী জানান, শুটিংয়ে ভিক্ষার চরিত্রে যে টাকাগুলো পাওয়া গিয়েছিল, তা স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। গল্পেও ভিক্ষার এই ‘নয়া নোট’কে ঘিরেই এগিয়েছে কাহিনি। তিনি বলেন, “দিন শেষে জীবনের নানা উপলব্ধির কথাই সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি।”

আইস্ক্রিনে মুক্তিপ্রাপ্ত এই ওয়েব সিরিজে নাসির উদ্দিন খানের পাশাপাশি অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ ও নওবা তাহিয়া প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...