Logo Logo

ভারত–পাকিস্তান ম্যাচ বাদ দিয়ে ‘ম্যানচেস্টার ডার্বি’ দেখেছেন সৌরভ গাঙ্গুলী


Splash Image

ছবি: সংগৃহীত।।

সৌরভ গাঙ্গুলী বলেছেন, ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়। পাকিস্তানের মান কমে গেছে, তাই ম্যাচগুলো একপেশে হয়ে যাচ্ছে। বরং অস্ট্রেলিয়া-ইংল্যান্ডদের বিপক্ষে লড়াইয়েই আগ্রহ খুঁজে পান তিনি।


বিজ্ঞাপন


ভারত-পাকিস্তান ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। একসময় যিনি নিজেই পাকিস্তানের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, তিনি মনে করেন এই ঐতিহ্যবাহী লড়াইয়ের সেই রোমাঞ্চ এখন আর নেই। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের দল এখন ভারতের সমকক্ষ নয়, প্রতিদ্বন্দ্বিতা আর জমে না। সৌরভের মতে, পাকিস্তান দলের মান অনেকটা কমে গেছে, ভালো মানের খেলোয়াড়ের অভাব স্পষ্ট, আর তাই ভারত-পাকিস্তান ম্যাচ এখন একপেশে হয়ে দাঁড়িয়েছে।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও গাঙ্গুলীর হতাশা ছিল স্পষ্ট। রোববার পাকিস্তান মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় এবং ভারত সহজেই ৭ উইকেটে জয় তুলে নেয়। ম্যাচটি শুরুতে আগ্রহ নিয়ে দেখা শুরু করলেও পাকিস্তানের ব্যাটিং দেখে সৌরভ আর টিভির সামনে বসে থাকতে চাননি। প্রথম ১৫ ওভার দেখার পর তিনি চ্যানেল বদলে দেখেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ডার্বি। তাঁর ভাষায়, এই ম্যাচ যে একপেশে হবে, তা খুব একটা বিস্ময়ের ছিল না।

সাম্প্রতিক ম্যাচ শেষে আরেকটি বিতর্কিত ঘটনা ঘটে, যখন পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। গত এপ্রিলে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেটাররা। পাকিস্তান এ নিয়ে আইসিসিতে অভিযোগ করেছে। তবে এ প্রসঙ্গে সরাসরি মন্তব্য না করে সৌরভ বলেছেন, সন্ত্রাস বিশ্বজুড়েই বন্ধ হওয়া উচিত। তবে তাঁর মতে, খেলাধুলা থেমে থাকতে পারে না।

সবশেষে সৌরভ জানান, ভারত-পাকিস্তান ম্যাচে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখেন না তিনি। বরং তিনি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের বিপক্ষে ভারতের লড়াই দেখতে বেশি আগ্রহী। তাঁর বিশ্বাস, গত পাঁচ বছরে ভারত-পাকিস্তান ম্যাচগুলোর প্রতিবারই একপেশে ফল হয়েছে, তাই এই দ্বৈরথের উত্তেজনা আর নেই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...