Logo Logo

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা টিকিয়ে রাখল বাংলাদেশ


Splash Image

আবুধাবির গরমে জমে উঠেছিল টি–টোয়েন্টি রোমাঞ্চ। কখনো বাংলাদেশের দিকে, কখনো আফগানিস্তানের দিকে—পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত লিটন দাসের দলই হাসল শেষ হাসি। ৮ রানের নাটকীয় জয় নিয়ে সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখল টিম টাইগার্স।


বিজ্ঞাপন


টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ওপেনার তানজিদ তামিম ২৮ বলে ঝলমলে ফিফটি তুলে নেন, শেষ পর্যন্ত খেলেন ৫২ রানের দারুণ ইনিংস। অন্যপ্রান্তে সাইফ হাসান ২৮ বলে ৩০ রান করলেও ইনিংস বড় করতে পারেননি।

তিনে নামা লিটন দাস ৯ রানে ফিরলেও, মিডল অর্ডারে তাওহীদ হৃদয় ২০ বলে ২৬ রান করে দলকে এগিয়ে নেন। শেষ দিকে জাকের আলি (১৩ বলে অপরাজিত ১২) ও নুরুল হাসান সোহান (৬ বলে অপরাজিত ১২) রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৪।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় আফগানিস্তান। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে এলবিডব্লু হন সেদিকউল্লাহ অটল। নাসুম প্রথম ওভারই শেষ করেন মেইডেন দিয়ে। পরের ওভারে ক্যাচ ফসকানোয় রিশাদ হোসেনের হাত থেকে সুযোগ হাতছাড়া হলেও আফগান শিবির বড় সুবিধা নিতে পারেনি।

পাওয়ারপ্লে শেষে স্কোরবোর্ডে আফগানদের রান মাত্র ২৭। রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই কিছুটা প্রতিরোধ গড়লেও মুস্তাফিজুর রহমান, নাসুম ও রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতেই হারাতে থাকে উইকেট। শেষ দিকে রশিদ খান ঝোড়ো ২০ রান করে চেষ্টা চালালেও মুস্তাফিজের জোড়া আঘাতে থেমে যায় আফগানদের লড়াই।

১৪৬ রানে গুটিয়ে যায় আফগান ইনিংস। মুস্তাফিজ ৩টি, নাসুম, রিশাদ ও তাসকিন আহমেদ নেন ২টি করে উইকেট।

এই ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। হারলেই এশিয়া কাপের মঞ্চ থেকে বিদায় নিশ্চিত হতো লাল-সবুজের দলের। সেই চাপ নিয়েই শুরু থেকে দাপট দেখিয়েছে টাইগাররা। ব্যাট হাতে শুরুর ঝলক শেষ দিকে ফিকে হলেও বোলারদের আগুনে আঘাতে বিদেশের মাটিতে প্রথমবারের মতো আফগানিস্তানকে টি–টোয়েন্টিতে হারাল বাংলাদেশ।

রোমাঞ্চের পসরা সাজানো এই জয় শুধু সুপার ফোরের আশা জিইয়ে রাখেনি, লড়াকু মানসিকতারও প্রমাণ দিল লিটন বাহিনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...