Logo Logo

ইসরায়েল খেললে বিশ্বকাপ বয়কট করবে স্পেন


Splash Image

ছবি: সংগৃহীত।।

"ইসরায়েলের গাজায় হামলার প্রতিবাদে ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি লোপেস।"


বিজ্ঞাপন


স্পেনের রাজনীতিতে আবারও আলোড়ন তুলেছে আন্তর্জাতিক ক্রীড়া আসর নিয়ে নতুন বিতর্ক। ইউরোভিশন থেকে নাম প্রত্যাহারের পর এবার ফুটবল বিশ্বকাপ নিয়েও একই রকম পদক্ষেপের ইঙ্গিত দিলেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি লোপেস। মঙ্গলবার কংগ্রেসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে যদি ইসরায়েল অংশ নেয়, তাহলে স্পেনও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। তার ভাষ্য অনুযায়ী, ইউরোভিশনে যেমন নীতি অনুসরণ করা হয়েছে, ফুটবল ক্ষেত্রেও সেই একই নীতি গ্রহণ করা হতে পারে।

লোপেস গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের চলমান স্থল আক্রমণের কঠোর সমালোচনা করেন। তিনি জানান, প্রতিদিন টেলিভিশনে শিশু হত্যার দৃশ্য দেখা যাচ্ছে, মানুষকে খাদ্যের খোঁজে বের হলে গুলি করা হচ্ছে এবং পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এটিকে তিনি কোনোভাবেই আত্মরক্ষা বা সন্ত্রাসবিরোধী লড়াই হিসেবে দেখছেন না, বরং সরাসরি গণহত্যা হিসেবে আখ্যায়িত করেন।

এসময় তিনি তুলে ধরেন, স্পেনের সাধারণ মানুষও এই ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ। সাম্প্রতিক ‘লা ভুয়েল্তা’ সাইক্লিং প্রতিযোগিতায় যেমন দেখা গেছে, জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। লোপেসের মতে, মর্যাদাবান জাতির দায়িত্ব হলো গণহত্যার শিকার মানুষের পাশে দাঁড়ানো এবং নীরব সমর্থন না দেওয়া। তাই ইসরায়েলি দলের সঙ্গে যদি ক্রীড়া মঞ্চে নামা হয়, তবে জনগণের প্রতিবাদ নিশ্চিত।

তিনি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রতি প্রশ্ন তোলেন—রাশিয়ার ক্ষেত্রে যেমন ক্রীড়াক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হলো, ইসরায়েলের ক্ষেত্রে কেন সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে না? লোপেস বলেন, “রাশিয়াকে বাদ দেওয়া সম্ভব হলে ইসরায়েলকে কেন নয়? পার্থক্যটা কোথায়?” তার দাবি, বহু ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন, অথচ এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর প্রতিবাদ দেখা যায়নি।

শেষ পর্যন্ত তিনি ইঙ্গিত দেন, যদি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলো ইসরায়েলকে নিষিদ্ধ না করে, তবে স্পেন নিজেদের অংশগ্রহণ নিয়েও সিদ্ধান্ত নেবে। এতে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ থেকে স্পেনের নাম প্রত্যাহারের মতো ঐতিহাসিক ঘটনাও ঘটতে পারে। লোপেসের প্রশ্ন ছিল সুস্পষ্ট—বিষয়টা কি সত্যিই খেলাধুলা নিয়ে, নাকি কেবল অর্থ নিয়েই ঘুরপাক খাচ্ছে?

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...