Logo Logo

এশিয়া কাপ জিতলেও ট্রফি নিবে না ভারত, কারণ?


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


এশিয়া কাপকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। হ্যান্ডশেক বিতর্কের পর পাকিস্তান কঠোর অবস্থান নিলেও এবার পাল্টা সিদ্ধান্তে গেছে ভারতও। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, যদি সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ফাইনালে চ্যাম্পিয়ন হয়, তবে তিনি ট্রফি গ্রহণ করবেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির হাত থেকে। কেবল চ্যাম্পিয়ন হলে নয়, রানার্সআপ হলেও ভারতীয় দল পুরস্কার বিতরণের মঞ্চে নাকভির উপস্থিতিতে উঠবে না বলে জানানো হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর ভারত যদি ফাইনালে পৌঁছায়, তবে ক্রিকেটাররা পুরস্কার মঞ্চে থাকবেন না, কারণ নিয়ম অনুযায়ী এসিসি প্রধান হিসেবেই ট্রফি তুলে দেওয়ার কথা নাকভির। এই সিদ্ধান্তকে ঘিরে দুই দেশের রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্কের টানাপোড়েন আবারও প্রকাশ্যে এসেছে।

অন্যদিকে, পাকিস্তানও হ্যান্ডশেক বিতর্কের জেরে কঠোর পদক্ষেপ নিয়েছে। পিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানো না হলে তারা ইউএই ম্যাচে অংশ নেবে না। পাকিস্তানের অভিযোগ, ভারত-পাকিস্তান ম্যাচে যে উত্তেজনা তৈরি হয়েছিল, পাইক্রফট তা সামলাতে ব্যর্থ হয়েছেন। এই কঠিন অবস্থানের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিছুটা নমনীয় হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানায়, পাকিস্তানের পরবর্তী ম্যাচে আর দেখা যাবে না পাইক্রফটকে। জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে ওই দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এভাবে এশিয়া কাপের মাঠের লড়াইয়ের পাশাপাশি বিতর্কিত সিদ্ধান্ত ও পদক্ষেপে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট সম্পর্ক আরও জটিল আকার ধারণ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...