Logo Logo

‘নাগিন ডার্বি’ ভুলে টাইগার ভক্তরা আজ শ্রীলঙ্কার সমর্থক


Splash Image

ছবি: সংগৃহীত।।

এশিয়া কাপে সুপার ফোরের সমীকরণে নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফল। তিক্ততা ভুলে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা আজ লঙ্কানদের জয় কামনায় একজোট।


বিজ্ঞাপন


এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। যদিও মাঠে নেই বাংলাদেশ, তবুও এই ম্যাচ ঘিরে টাইগারদের ভাগ্য জড়িয়ে আছে। কারণ সুপার ফোরে যাওয়া কিংবা টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া—দুটোই নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের ওপর। বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হলো শ্রীলঙ্কার জয়। তাই আচমকাই বাংলাদেশের সমর্থকেরা হয়ে উঠেছেন শ্রীলঙ্কার প্রবল সমর্থক।

গ্রুপপর্বে তিন ম্যাচ খেলে বাংলাদেশ পেয়েছে ৪ পয়েন্ট। সমান পয়েন্ট শ্রীলঙ্কারও। তবে নেট রান রেটের হিসাবটাই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে। হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে বড় পরাজয় টাইগারদের নেট রান রেটে ধাক্কা দিয়েছে। বর্তমানে বাংলাদেশের নেট রান রেট -০.২৭০। অন্যদিকে শ্রীলঙ্কার রান রেট +১.৫৪৬, আর আফগানিস্তানের দুই ম্যাচ শেষে রান রেট দাঁড়িয়েছে +২.১৫০। ফলে আফগানদের জন্য সহজ সমীকরণ—যেকোনো ব্যবধানে জিতলেই তাদের সুপার ফোর নিশ্চিত, আর বাংলাদেশ বিদায় নেবে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বরাবরই আলোচিত হয় ‘নাগিন ডার্বি’ নামে, যেখানে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। তবে এই ম্যাচ ঘিরে পরিস্থিতি ভিন্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সমর্থকেরা প্রকাশ্যে শ্রীলঙ্কার জন্য সমর্থন জানাচ্ছেন। এমনকি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজেও প্রচুর লাইক-কমেন্ট করে উৎসাহ দিচ্ছেন তারা। এতটাই সরব উপস্থিতি যে বোর্ড তাদের এক পোস্টের নিচের বাংলাদেশিদের মন্তব্যের স্ক্রিনশট নিজেদের স্টোরিতে শেয়ার করেছে।

বাংলাদেশের ক্ষেত্রে— শ্রীলঙ্কাকে অবশ্যই জয় পেতে হবে। শ্রীলঙ্কা হেরে গেলেও যদি ব্যবধান হয় অন্তত ৭১ রান বা ৫৩ বল বাকি থাকতে, তবে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে সুপার ফোরে যাবে।

শ্রীলঙ্কার ক্ষেত্রে— ৭১ রানের কম ব্যবধানে (পরে ব্যাট করলে) বা ৫৩ বলের কম বাকি থাকতে (আগে ব্যাট করলে) হারলেও তারা আফগানদের সঙ্গে পরের পর্বে উঠবে।

আফগানিস্তানের ক্ষেত্রে— জয়ের বিকল্প নেই। জয় পেলেই তিন দলের পয়েন্ট সমান হবে, তবে নেট রান রেটে বাংলাদেশ বাদ পড়বে।

সব মিলিয়ে আজকের শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ শুধু দুই দলের জন্য নয়, বরং বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই লঙ্কানদের জয় চাইছে পুরো বাংলাদেশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...