ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
চলমান এশিয়া কাপের সুপার ফোরের চার দল ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান এবং ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে পরবর্তী পর্বে। শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হবে সুপার ফোরের লড়াই। নিয়ম অনুযায়ী, এই পর্বে চার দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। অর্থাৎ, প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল জায়গা করে নেবে ফাইনালে, যা আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে।
সূচি বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতের জন্য থাকছে বাড়তি সুবিধা। প্রতিটি ম্যাচের আগে তারা বিরতি পাচ্ছে এবং সব ম্যাচই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে ভ্রমণ ঝক্কি বা ভিন্ন ভেন্যুর উইকেট নিয়ে ভাবতে হচ্ছে না তাদের। প্রথম ম্যাচে ২১ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হওয়ার পর ভারত ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর ২৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামার আগে একদিন বিরতি পাবে তারা।
অন্যদিকে, শ্রীলঙ্কা প্রথম ম্যাচ খেলবে ২০ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে। এরপর ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে হবে তাদের আবুধাবিতে গিয়ে। যদিও শেষ ম্যাচের আগে তারা ভারতের মতো দুই দিনের বিরতি পাবে। তবে ভেন্যু পরিবর্তনের কারণে কিছুটা ভ্রমণ ঝক্কি পোহাতে হবে লঙ্কানদের।
বাংলাদেশের সূচিও তুলনামূলকভাবে কঠিন। ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার পর ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা। যদিও এ দুই ম্যাচের মধ্যে তারা দুই দিনের বিরতি পাবে, তবে পরদিনই (২৫ সেপ্টেম্বর) আবার পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে। ভারতের ক্ষেত্রে যেখানে প্রতিটি ম্যাচের আগে বিশ্রাম নিশ্চিত, সেখানে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ টানা খেলতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...