Logo Logo

গ্রুপ পর্বের পরাজয়ের প্রতিশোধ নিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের প্রথম পরীক্ষা আজ শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপ পর্বে বড় ব্যবধানে হারা সেই শ্রীলঙ্কাই এবার বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। দুবাইয়ে দুর্দান্ত ফর্মে থাকা শ্রীলঙ্কাকে হারানো সহজ হবে না, তবে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে লিটন দাসের দল। আফগান ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পাওয়া তানজিদ হাসান ও সাইফ হাসান ভালো সূচনা করেছিলেন, গড়েছিলেন ৪০ বলে ৬৩ রানের জুটি। সাইফ খেলেন কার্যকর ২৮ বলে ৩০ রানের ইনিংস। তাই শ্রীলঙ্কার বিপক্ষেও এ দুজনকেই ইনিংসের সূচনায় দেখা যেতে পারে।

তিনে থাকবেন অধিনায়ক লিটন দাস, চার নম্বরে তাওহিদ হৃদয় ও পাঁচে শামীম হোসেন। হৃদয় গত ম্যাচে ২০ বলে ২৬ রান করে কিছুটা ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে সবচেয়ে হতাশ করেছেন জাকের আলী, যিনি শেষ দুই ওভারে ৪টি ‘ডট’ খেলেন এবং ১৩ বলে মাত্র ১২ রান করেন। অন্যদিকে নুরুল হাসান ৬ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন। ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে গিয়ে আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ খেলেছিল মাত্র ৪ বোলার নিয়ে, যেখানে শামীম ও সাইফকে দিয়েই পঞ্চম বোলারের কাজ সারতে হয়। কিন্তু সেই সিদ্ধান্ত খুব একটা কার্যকর হয়নি, ৪ ওভারে খরচ হয় ৫৫ রান। আজ তাই বোলিং আক্রমণ শক্তিশালী করতেই একাদশে জায়গা পেতে পারেন স্পিনার মেহেদী হাসান বা পেসার তানজিম হাসান। তাঁদের একজন এলে বাদ পড়তে পারেন জাকের আলী।

বোলিং আক্রমণে নিশ্চিতভাবেই থাকছেন নাসুম আহমেদ, যিনি আগের ম্যাচের নায়ক ছিলেন। লেগ স্পিনার রিশাদ হোসেনও আফগানদের বিপক্ষে ২ উইকেট নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। পেস আক্রমণে থাকবেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে বাইরে রেখে শরীফুলকে খেলানো হয়েছিল, তবে সেই সিদ্ধান্ত সফল হয়নি। তাই আজ আবারও তাসকিনকে একাদশে ফেরানোর সম্ভাবনাই বেশি।

সব মিলিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান/তানজিম হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...